আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও নিরীক্ষা চর্চায় সচ্ছতা ও সততা আনয়নই আমাদের লক্ষ্য।
মানদন্ড নির্ধারণের মাধ্যমে আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ ও নিরীক্ষা চর্চায় সচ্ছতা ও সততা আনয়নের দ্বারা আর্থিক প্রতিবেদনসমূহের ব্যবহারকারীগণকে আস্থা ও নিশ্চয়তা প্রদান করা এবং জনস্বার্থ রক্ষা করাই মানদন্ড নির্ধারণী বিভাগের উদ্দেশ্য। সেই নিমিত্তে, বিভাগটি আর্থিক প্রতিবেদন প্রস্তুতকরণ, নীরিক্ষা ও নিশ্চয়তা, একচুয়ারিযাল এবং মূল্য নির্ধারণ সংক্রান্ত মানসম্পন্ন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদন্ড এবং নৈতিক নিয়মাবলী পরিগ্রহন, সংশোধন, প্রণয়ন এবং প্রয়োগ করতে বদ্ধপরিকর।