Wellcome to National Portal
ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ জুলাই ২০২৩

প্রয়োগকারী বিভাগের বিভাগীয় প্রধানের সংক্ষিপ্ত জীবনী

ড. আহমদুজ্জামান
সময়কাল: ৩রা জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ হতে অদ্যাবধি
নির্বাহী পরিচালক, প্রয়োগকারী বিভাগ, ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল
নিজ জেলা: যশোর

পেশাগত অভিজ্ঞতা:

ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রয়োগকারী বিভাগের প্রথম নির্বাহী পরিচালক ড. আহমদুজ্জামান একজন অত্যন্ত সুদক্ষ ব্যক্তিত্ব যাঁর রয়েছে ১৮ বছরের আইন পেশায় বর্ণাঢ্য কর্মজীবন। তিনি ২০০৪ সালে বংলোদেশ বার কাউন্সিলের অধীন ‘ওকালতি’ পরীক্ষায় পাশ করে ঢাকা বার এসোসিয়েশনের একজন সদস্য হন এবং ২০০৭ সালে বাংলাদেশের সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের ‘এ্যাডভোকেট’ হিসেবে সনদপ্রাপ্ত হন।

গত ৩রা জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রয়োগকারী বিভাগের প্রথম নির্বাহী পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি প্রিমিয়ার ব্যাংক ও আল্-আরাফাহ ইসলামী ব্যাংকের ‘লিগ্যাল ডিভিশনের’ প্রধান হিসেবে প্রায় ৫ (পাঁচ) বছর কর্মরত ছিলেন।

জনাব আহমদ উত্তরা বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা এর আইন বিভাগে চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয়, সোনারগাাঁও বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইত্যাদি বিশ্ববিদ্যালয়ে খন্ডকালীন শিক্ষকতা করেছেন। আশা বিশ্ববিদ্যালয়, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়, প্রাইম বিশ্ববিদ্যালয়, উত্তরা বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের শিক্ষকতার পাশাপাশি প্রক্টর, কো-অর্ডিনেটর, প্রকল্প ব্যাবস্থাপক ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

এছাড়াও আইনের খসড়া প্রণয়ন ও রিসার্চ ওয়ার্কের সাথে জড়িত বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। এফআরসি’র সকল বিধি-প্রবিধান, গাইডলাইন, নীতিমালা, প্রজ্ঞাপন প্রণয়নে তিনি মূল ভূমিকা পালন করেছেন।

শিক্ষাগত বৃত্তান্ত:

ড. আহমদুজ্জামান ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ থেকে আইনের উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিল, “Consumer Rights Protection and the Economic Prospects: A Contextual Analysis of the Consumer Laws of Bangladesh with International Trading Systems”.

এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে চার বছর মেয়াদী এলএলবি (অনার্স) ও ১ (এক) বছর মেয়াদী এলএলএম (প্রথম শ্রেণী) ডিগ্রী অর্জন করেন। তিনি স্টার মার্কস সহ যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি ও পুলেরহাট হাইস্কুল, যশোর থেকে এসএসসি পাশ করেন। শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী হিসেবে তাঁর সুপরিচিতি ছিল।

লেখালেখি ও প্রকাশনা:

তিনি আইন বিষয়ক ১১ (এগার) টি বই লিখেছেন, যার মধ্যে-(১) Legal History and Legal System of Bangladesh; (২) International Human Rights Law; (৩) Law of Torts; (৪) Law of Registration; (৫) Law on Transfer of Property; (৬) Consumer Rights Protection Law; এবং (৭) Marriage & Dissolution of Marriage ইত্যাদি অন্যতম।

তাঁর লেখা অনেক বই বিশ্ববিদ্যালয়ে পাঠ্যবই হিসেবে স্বীকৃতি পেয়েছে। তিনি অনেকগুলো রিসার্চ পেপার, সেমিনার পেপার, কনফার্নেস পেপার ও প্রবন্ধ লিখেছেন যা বহুল প্রশংসিত হয়েছে।

জনাব আহমদ, যশোরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মোঃ নুরুজ্জামান পুলেরহাট হাইস্কুল, যশোর এর প্রধান শিক্ষক হিসেবে ২০০৮ সালে অবসর গ্রহণ করেন। তাঁর মাতা বেগম মুসলিমা জামান একজন গৃহিনী। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তাঁর স্ত্রী ফারহানা পারভীন একজন গৃহিনী। তাঁদের তিন জন পুত্র সন্তান রয়েছে। 

যোগাযোগ: 

ফোন: ৮৮০২৪১০২৪৬৭৩

ই-মেইল: ed.enforcement@frc.gov.bd