Wellcome to National Portal
ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ নভেম্বর ২০২৩

কার্যপরিধি ও কার্যক্রম

প্রয়োগকারী বিভাগ

নাম

পদবী

ই-মেইল

ফোন

ড. আহমদুজ্জামান

নির্বাহী পরিচালক ও বিভাগীয় প্রধান

ed.enforcement@frc.gov.bd

azamanseu@gmail.com

৮৮০২৪১০২৪৬৭৩

৮৮০১৭৯৩৪৭১৪৭৮

অন্যান্য কর্মকর্তা

পাপিয়া আক্তার

সহকারী প্রোগ্রামার

papiya.frc.ao@gmail.com

৮৮০২-৪১০২৪৬৭৪ Ext-১২৬

 

প্রয়োগকারী বিভাগের কার্যাবলী।–

(১) প্রয়োগকারী বিভাগের প্রধান দায়িত্ব হইবে কাউন্সিলের অন্যান্য বিভাগ কর্তৃক প্রেরিত মতামত ও সুপারিশ বা অন্য কোন আইনের অধীন প্রণীত স্ট্যান্ডার্ডস অনুসরণে ব্যর্থতা বা লঙ্ঘন সম্পর্কে অন্য কোন প্রতিষ্ঠান কর্তৃক সরাসরি কাউন্সিলের নিকট প্রেরিত কোন বিষয় বিবেচনা করা এবং উক্ত বিষয়ের উপর, প্রয়োজনে, তদন্ত পরিচালনাক্রমে এই আইনের অধীন উক্ত লঙ্ঘন বা ব্যর্থতার জন্য সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ করা এবং সংশ্লিষ্ট পক্ষগণকে উহা অবহিতকরণ।

(২) কাউন্সিল, আইনের ধারা ৪৮ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি কর্তৃক অপরাধ সংঘটনের অপরাধের জন্য আদালতে মামলা দায়ের করতে পারে কিংবা কাউন্সিলের আদেশ বা নির্দেশ লংঘনের জন্য ধারা ৫০ অনুসারে প্রশাসনিক জরিমানা আরোপ করতে পারে। উক্ত বিষয়ে প্রয়োগকারী বিভাগ কর্তৃক তদন্ত ও শুনানি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য কাউন্সিলের নিকট সুপারিশ সহকারে বিষয়টি উপস্থাপন করা।

(৩) প্রয়োগকারী বিভাগ কর্তৃক কাউন্সিলের প্যানেল ও আপীল কর্তৃপক্ষের সাচিবিক দায়িত্ব পালন করা। প্রয়োগকারী বিভাগের বিভাগীয় প্রধান কাউন্সিলের বিভন্ন কমিটিতে প্রতিনিধিত্ব করেন।

(৪) আইনের অধীন কাউন্সিলের জন্য প্রযোজ্য বিধি, প্রবিধান, গাইডলাইন, কোড, নীতিমালা, প্রজ্ঞাপন, বিজ্ঞপ্তি, নির্দেশনা ইত্যাদির খসড়া প্রস্তুত ও প্রণয়নের মূল দায়িত্ব প্রয়োগকারী বিভাগের। কাউন্সিলের পক্ষে বা কাউন্সিলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা-মোকদ্দমা পরিচালনা, চাকুরী সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, প্যানেল আইনজীবী নিয়োগ, আইনজীবীদের জন্য প্রযোজ্য ‘চার্ট অব ফিস’ অনুযায়ী বিল প্রস্তুত এবং সংশ্লিষ্ট স্যুট রেজিস্টার প্রস্তুত ও সংরক্ষণ ইত্যাদি প্রয়োগকারী বিভাগের কাজ।

(৫) কাউন্সিলকে আইনগত সহায়তা করা, আইনি মতামত ও পরামর্শ দেয়া সহ কাউন্সিল কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত হলে প্রয়োগকারী বিভাগ অন্যান্য আইনগত ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারে। ইতোমধ্যে (১) ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল কর্মচারী চাকুরী প্রবিধানমালা, ২০২২’ এর প্রাক-প্রকাশনার গেজেট জারি হয়েছে ও (২) ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম তালিকাভুক্তি) বিধিমালা, ২০২২’ এর চূড়ান্ত গেজেট প্রকাশিত হয়েছে। ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (সভার কার্যপদ্ধতি ও আনুষঙ্গিক বিষয়াদি) নীতিমালা, ২০২২’ ও প্যানেল আইনজীবীদের তালিকাভুক্তি ও ‘চার্ট অব ফিস’ কাউন্সিল কর্তৃক গৃহীত হয়েছে যা কাউন্সিলের কার্যক্রমকে গতিশীল করেছে। এছাড়াও ১০ (দশ) টির মতো বিধি-প্রবিধান, প্রজ্ঞাপন এর খসড়া কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে এস,আর,ও সহ প্রজ্ঞাপন জারির জন্য সরকারের (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়) নিকট প্রেরিত হয়েছে এবং অন্যান্য বিধি-প্রবিধানের খসড়া প্রণয়নের কাজ চলমান রয়েছে।

(৬) বিধি-প্রবিধান প্রণয়ন বিষয়ে কাউন্সিলের পক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় নির্বাহী পরিচালক মহোদয় কর্তৃক প্রতিনিধিত্ব করা ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, বিজি প্রেস, আইসিএবি ও আইসিএমএবি ও অন্যান্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এটর্নি জেনারেল অফিস ইত্যাদি এর সাথে যোগাযোগ রক্ষা করা।

(৭) বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA), এনজিও বিষয়ক ব্যুরো (NGOAB), মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA), ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (SMEF), জাতীয় রাজস্ব বোর্ড (NBR), যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC) সহ বিভিন্ন নিয়ন্ত্রণকারী সংস্থা বা প্রতিষ্ঠানের সহিত আইন প্রয়োগ বিষয়ে সমন্বয় সাধন এবং প্রয়োজনে MOU সহ অন্যান্য খসড়া প্রস্তুত, ভেটিং, যাচাই-বাছাই, মতামত ইত্যাদি প্রদান করা।

উল্লেখ্য যে, ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ সালে প্রণীত হয়। পরবর্তীতে প্রজ্ঞাপন দ্বারা ‘এফআরসি’ বা ‘কাউন্সিল’ গঠিত হয় ২০১৬ সালের ১৯শে এপ্রিল। তবে ১৮ জুন ২০১৭ খ্রিঃ তারিখে কাউন্সিলের প্রথম চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে এফআরসির কার্যক্রম শুরু হয়। প্রয়োগকারী বিভাগের নির্বাহী পরিচালক জনাব ড. আহমদুজ্জামান চাকুরীতে যোগদান করেন ৩রা জানুয়ারী, ২০২১ খ্রিঃ। তাঁর যোগদানের পর বিধি-বিধান প্রণয়ন জোরদার হওয়ায় কাউন্সিলের সুনাম ও গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। আইনের ধারা ২২(১)(ঘ) ও ধারা ২৬ সহ বিভিন্ন ধারায় প্রয়োগকারী বিভাগের গঠন, ক্ষমতা, দায়-দায়িত্ব, কর্মক্ষেত্র ও কর্মসম্পাদন পদ্ধতি সম্পর্কে বর্ণিত হয়েছে। এফআরসি’র লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে প্রয়োগকারী বিভাগ অনন্য ভূমিকা পালন করছে। প্রয়োগকারী বিভাগ কাউন্সিলের আইন, গবেষণা, প্রকাশনা, সভা, সেমিনার, ওয়ার্কশপ, ট্রেইনিং ইত্যাদি ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে যা ব্যপকভাবে প্রশংসিত হয়েছে।